একনজরে বিষ্ণুপুর ইউনিয়ন
একনজরে বিষ্ণুপুর ইউনিয়ন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নটি অবস্থিত।রংপুর শহর থেকে ৩৩ কি:মি: দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং বদরগঞ্জ উপজেলা থেকে ৯ কি:মি: দক্ষিণে।বদরগঞ্জ হতে কঠিন শিলা খনি, পার্বতীপুর যাবার পথে ওসমানপুর ফাযিল মাদ্রাসার পাশ দিয়ে পাকা রাস্তা হয়ে লালবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন কচুবাড়ী হাটে ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত। এছাড়াও উক্ত স্থানে প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা অবস্থিত। ইউনিয়ন পরিষদের পার্শ্বে ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। ইউনিয়নের অধিক মানুষই কৃষিজীবি । এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর,ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে।
ইউনিয়নটির মোট আয়তন : ৩২.৬৫ বর্গকিলোমিটার।
ইউনিয়ন পরিষদ ভবনটি মোট : ০.৯১ একর জমির মধ্যে অবস্থিত।
মোট জনসংখ্যা : ৪৫,৪২১ জন।
পুরুষ :২২,২০০ জন।
নারী : ২৩,২২১ জন।
মৌজার সংখ্যা:০৮টি।
পাড়ার সংখ্যা:১২৬ টি।
খানার সংখ্যা:৭০৪১ টি।
শিক্ষার হার:৮২%
কর আদায় হার:৬০%
ইউনিয়ন পরিষদ ভবন: ০১(এক)টি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র:০১টি।
কমিউনিটি ক্লিনিক :০৩(তিন)টি।
ল্যাম্ব হাসপাতাল: ০১ (এক) টি।
ডাকঘর:০১টি।
মুক্তিযোদ্ধা:
আবাদী জমির পরিমান: ২৪৯৪ হেক্টর
পতিত জমির পরিমান:
প্রধান ফসল:ধান,পাট,আলু।
প্রাথমিক বিদ্যালয়:২০(বিশ)টি।
বে-সরকারী বিদ্যালয়: ৬ টি।
মাধ্যমিক বিদ্যালয়:০৬ টি।
মাদ্রাসা: ৪ টি।
মসজিদ:৮৬(ছিয়াশি)টি।
মন্দির: ০১(এক)টি।
শ্বশান:০২(দুই)টি
হাটবাজার: ৬ টি।
ভিজিডি কার্ড:৩৫৯ জন।
প্রতিবন্ধী ভাতা:১২৩ জন।
মাতৃত্বকাল ভাতা:১০৯ জন।
বয়স্ক ভাতা:৬৮৩ জন।
বিধবা ও স্বামী পরিত্যাক্তা:২৮৩ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস